নোবেল শান্তি পুরস্কার হস্তান্তরের নিয়ম আছে?

নোবেল শান্তি পুরস্কার হস্তান্তরের নিয়ম আছে? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৪, ১৭ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন।

এই ঘটনায় বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে। তবে এই ঘটনার পর অনেকেই প্রশ্ন করছেন, নোবেল পুরস্কার কি হস্তান্তরযোগ্য?

নোবেল শান্তি পুরস্কার প্রদানের বিষয়টি পরিচালনা করে নোবেল ফাউন্ডেশন, এবং তাদের ওয়েবসাইট থেকে জানা গেছে, নোবেল শান্তি পুরস্কার একবার প্রদান হয়ে গেলে তা প্রত্যাহার করা যায় না। আলফ্রেড নোবেল-এর উইল বা নোবেল ফাউন্ডেশনের নিয়মাবলীতে এমন কোনো বিধান নেই, যার মাধ্যমে পুরস্কার বাতিল বা প্রত্যাহার করা যেতে পারে।

ফাউন্ডেশনের বিধিমালার ১০ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, পুরস্কার প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের আপিল করা যাবে না। স্টকহোম ও অসলোতে অবস্থানরত কোনো পুরস্কার প্রদানকারী কমিটিই এখন পর্যন্ত একবার প্রদত্ত পুরস্কার প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করেনি।

নীতিগতভাবে, নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির পরবর্তী কার্যক্রম বা মন্তব্যের ওপর কোনো মন্তব্য করে না। কমিটির মূল দায়িত্ব হলো প্রতি বছরের জন্য মনোনীত প্রার্থীদের কাজ ও প্রচেষ্টা মূল্যায়ন করা।

একবার পুরস্কার ঘোষণার পর তা চিরস্থায়ীভাবে বহাল থাকে; কোনো নোবেল পুরস্কার বাতিল, ভাগ করা বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না।

তবে এর অর্থ এই নয় যে কমিটি ভবিষ্যতে পুরস্কারপ্রাপ্তদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে না। পর্যবেক্ষণ থাকলেও, তারা প্রকাশ্যে কোনো উদ্বেগ বা প্রশংসা ব্যক্ত করে না। এই নিয়মের মধ্যেই নোবেল শান্তি পুরস্কারের চিরস্থায়ী মর্যাদা এবং একাগ্রতা বজায় থাকে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement