বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি বিশেষ ও দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক চলে। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এই বৈঠকে দলের নায়েবে আমীররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ব্যক্তি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের করণীয় ও কৌশলগত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল নির্বাচনী ইশতেহার প্রণয়ন, পলিসি পেপার চূড়ান্তকরণ, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তাব, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।
এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রচার ও গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি ঢাকায় এবং ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সফরসূচি চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।




























