কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে যাত্রাকালে রামু এলাকায় দুষ্কৃতকারীদের ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ট্রেনটি রামু এলাকা অতিক্রম করার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের সূত্রে জানা যায়, হঠাৎ করে বাইরে থেকে একটি পাথর ট্রেনের একটি জানালার দিকে ছুড়ে মারা হয়। জানালার পাশেই বসে ছিল ওই শিশুটি। পাথরটি জানালায় আঘাত করে ভেতরে ঢুকে পড়লে শিশুটির শরীরে লাগে এবং সে আহত হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রেনে থাকা যাত্রী ও শিশুটির স্বজনরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
যাত্রীদের ভাষ্য অনুযায়ী, পাথরটি আকারে তুলনামূলক ছোট হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয় এবং বর্তমানে সে সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার পরপরই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে স্বাভাবিকভাবেই যাত্রা অব্যাহত রাখে।































