নিজে দুর্নীতি করবো না, অন্যকে করতে দিবো না, রংপুরে ডা. শফিকুর রহমান

নিজে দুর্নীতি করবো না, অন্যকে করতে দিবো না, রংপুরে ডা. শফিকুর রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৮, ২৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বাংলাদেশকে আফগান বা পকিস্তান কিংবা অন্য কোন দেশ বানাতে চাই না। আমাদের গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ বানাতে চাই।

আসুক বাংলাদেশকে গর্বের বাংলাদেশ বানাই। আজ ২৩ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, গর্বের বাংলাদেশ বানাতে হলে তিনটি শর্ত মানতে হবে। তার একটি হলো আমরা নিজেরা দুর্নীতি করবো না, অন্যকেও দুর্নীতি করতে দিবো না। রংপুরের মানুষ অনেক ভাল, এতো ভাল যে নিজেদের দাবিটাও ভালভাবে জানাতে পারে না।

রংপুরের মানুষ কি সৎ ভাই। তাই উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। মহান আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নিয়ে যায়, তবে. প্রথম আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। কোদালের প্রথম কোপটা আমরা ওখানে দিব। সকল নদী মেরে ফেলা হয়েছে।

নদী বাঁচলে উত্তরাঞ্চল বাঁচবে। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবো। প্রয়োজনে যা করা দরকার তাই করবো। উত্তরবঙ্গ হবে কৃষিভিত্তিক রাজধানী। আমরা বেকারদের বেকার ভাতা দিতে চাই না। তাদের হাতে কাজ দিবো। ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের কাজ এখনো শেষ হয়নি।

নতুন কোনো দুর্বৃত্ত যেন ফিরে না আসে তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। তিনি  দাঁড়িপাল্লা ও জোটের প্রতীকে ভোট চেয়ে বলেন যেখানে দাঁড়িপাল্লা আছে সেখানে আমরা সবাই দাঁড়িপাল্লা আর যেখানে শাপলা কলি আছে সেখানে আমরা সকলেই শাপলা কলি। পরে রংপুর জেলার ৬টি আসনের জোটের প্রার্থীদের পরিচয় করে দেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement