রংপুরে বিদেশী পিস্তল ও শুটারগান উদ্ধার
Published : ২২:০৮, ২৩ জানুয়ারি ২০২৬
রংপুরে পৃথক অভিযানে ১টি অবৈধ ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব-১৩।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম এলাকার একটি বাঁশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভিতর থেকে একটি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করে।
অপরদিকে একই রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/ ঢাকা


































