নয়াপল্টনে শিশু নির্যাতনের অভিযোগে শারমিন একাডেমির এডমিন গ্রেফতার

নয়াপল্টনে শিশু নির্যাতনের অভিযোগে শারমিন একাডেমির এডমিন গ্রেফতার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৩, ২৩ জানুয়ারি ২০২৬

ঢাকার নয়াপল্টনে অবস্থিত শারমিন একাডেমিতে চার বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা। গ্রেফতার ব্যক্তির নাম পবিত্র কুমার বড়ুয়া (৪৭)।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে মিরপুর-৬ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু মুহাম্মদ ফারয বিন আমান (৪) গত বছরের ১৯ নভেম্বর শারমিন একাডেমির প্লে শ্রেণিতে ভর্তি হয়। চলতি বছরের ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে শিশুটির মা তাকে স্কুলে রেখে যান। দুপুরে স্কুলে গিয়ে শিশুটিকে নিতে গিয়ে তিনি দেখতে পান, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শারমিন জাহান তার অফিস কক্ষে শিশুটিকে জোরপূর্বক আটকে রেখেছেন এবং সেখানে তার স্বামী পবিত্র কুমার বড়ুয়াও উপস্থিত ছিলেন।

এ সময় শিশুটিকে অত্যন্ত ভীত ও কান্নারত অবস্থায় পাওয়া যায়। পরে বাসায় ফিরে শিশুটি তার মাকে জানায়, তাকে মারধর করা হয়েছে এবং বিষয়টি অভিভাবককে জানালে গুরুতর ক্ষতির হুমকিও দেওয়া হয়। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি জানালে স্থানীয়দের সহায়তায় সংগৃহীত ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুটিকে অফিস কক্ষে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে।

নির্যাতনের ফলে শিশুটির মাথা, গলা ও কানে ব্যথা দেখা দিলে তাকে প্রথমে নয়াপল্টনের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ২২ জানুয়ারি শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পল্টন মডেল থানায় শিশু আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় শারমিন একাডেমির প্রিন্সিপাল শারমিন জাহান এবং তার স্বামী ও বিদ্যালয়ের এডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৩ জানুয়ারি মিরপুর-৬ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement