ইসির প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ রাজনৈতিক দল

Published : ২০:২১, ১০ আগস্ট ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রাথমিক যাচাই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)সহ মোট ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। প্রাথমিক যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হবে শিগগিরই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মোট ১৬টি দল উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে রয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)।
শনিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর নথি, গঠনতন্ত্র, সদস্য তালিকা ও মাঠ পর্যায়ের যাচাই কার্যক্রম শেষে এ তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ দলগুলোর পরবর্তী ধাপ হবে চূড়ান্ত অনুমোদনের জন্য কমিশনের সভায় অনুমোদন প্রাপ্তি।
ইসির কর্মকর্তারা জানান, দলীয় নিবন্ধন পেতে হলে রাজনৈতিক সংগঠনগুলোকে কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে হয়, যার মধ্যে রয়েছে জেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো, নির্দিষ্টসংখ্যক সদস্য এবং গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতি। যাচাই প্রক্রিয়ায় যারা উত্তীর্ণ হয়েছে, তারা এখন কমিশনের তলব অনুযায়ী পরবর্তী ধাপের কাগজপত্র ও প্রমাণাদি জমা দেবে।
এদিকে, নিবন্ধন প্রক্রিয়ায় বাদ পড়া দলগুলো আপিল করার সুযোগ পাবে। ইসি জানিয়েছে, আপিল প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, যা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশিত হবে।
এই নিবন্ধন প্রক্রিয়াটি রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিবন্ধিত দলগুলিই নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে পারবে।
BD/Z