বিসিবির ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সিদ্ধান্ত
Published : ২১:৪৩, ৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তারা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।
যদিও ভারতের বিপক্ষে সম্ভাব্য দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্ন উঠেছে, তবে বর্তমানে বোর্ডের একমাত্র মনোযোগ বিশ্বকাপের নিরাপত্তা এবং আয়োজন নিয়ে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার (৪ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়া এবং বিশ্বকাপে খেলা—দুটোই নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। “আমরা আপাতত শুধু বিশ্বকাপ নিয়ে ভাবছি। নিরাপত্তার বিষয়টি আমাদের প্রধান উদ্বেগ,” তিনি জানান।
বুলবুল আরও বলেন, “আমরা বোর্ডের পরিচালকদের সঙ্গে দুটো মিটিং করেছি। সিদ্ধান্তগুলো আমরা ইতোমধ্যেই গ্রহণ করেছি। কিন্তু এখন আমরা নিরাপদ বোধ করছি না। আমরা আইসিসিকে বিষয়টি পরিষ্কারভাবে জানিয়েছি। খুব শিগগিরই আইসিসির পক্ষ থেকে আমাদের সঙ্গে মিটিং করার নির্দেশ আসবে। আমাদের পরবর্তী পদক্ষেপ largely তাদের মেইলের রিপ্লাইয়ের ওপর নির্ভর করবে।”
যদি আইসিসির পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসে, তখন বিসিবি কী করবে—এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বুলবুল বলেন, “আমরা এখন নিশ্চিত নয় কী ধরনের ফিডব্যাক আসবে। আমরা যে ধারা দিয়েছি, তা আমাদের এমপিও তে অন্তর্ভুক্ত আছে।”
এদিকে, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সঙ্গে যোগাযোগ হয়েছে কি না—এ প্রসঙ্গে বুলবুল জানান, “আমাদের এখন বিসিসিআইয়ের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ নেই। আমরা সরাসরি আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে প্রমাণিত হচ্ছে যে, নিরাপত্তার বিষয়টি তাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের এবং তারা দেশের খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতেই বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণের পরিকল্পনা করছে।
বিডি/এএন






























