একটি আমার আসল এনআইডি, আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার জন্য

একটি আমার আসল এনআইডি, আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার জন্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৯, ৬ জানুয়ারি ২০২৬

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে আটক ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমবার (৫ জানুয়ারি) গুলশান থানায় দায়ের করা প্রতারণা ও জাল-জালিয়াতি মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড শুনানিকালে আদালত আসামির কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখার কারণ জানতে চাইলে ইনামে হামীম জানান, একটি তার নিজের বৈধ এনআইডি এবং বাকি দুটি তিনি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলেন।

এ সময় তিনি আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার ইচ্ছা থেকেই তিনি রাজনৈতিক কার্যালয়ের সামনে গিয়েছিলেন।

এর আগে গুলশান থানা-পুলিশ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আংশিকভাবে আবেদন মঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন ইনামে হামীম।

এ সময় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) তাকে আটক করে। পরে বিষয়টি গুলশান থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসংলগ্নতা লক্ষ্য করা গেলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে তিনটি জাতীয় পরিচয়পত্র এবং পাঁচটি ভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। এসব আলামতের ভিত্তিতে গুলশান থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

রিমান্ড শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ আবেদনের তীব্র বিরোধিতা করেন।

তিনি আদালতে বলেন, কেবল তারেক রহমানকে দেখার ইচ্ছা থাকলে গভীর রাতে একাধিক এনআইডি কার্ড ও বিভিন্ন ব্যাংকের চেক বই সঙ্গে নিয়ে ওই এলাকায় অবস্থান করার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে তিনি যুক্তি দেন।

পুলিশের রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসামি কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

নিজের ছবি ব্যবহার করে একাধিক এনআইডি কার্ড বহন করা একটি গুরুতর অপরাধ উল্লেখ করে মামলার প্রকৃত তথ্য ও উদ্দেশ্য উদ্ঘাটনের জন্য নিবিড় জিজ্ঞাসাবাদ অপরিহার্য বলে আদালতকে জানায় পুলিশ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement