নির্বাচনে কারচুপির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি আসিফ মাহমুদের

নির্বাচনে কারচুপির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি আসিফ মাহমুদের ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ২০:৪৮, ৬ জানুয়ারি ২০২৬

আপাতদৃষ্টিতে আরেকটি পাতানো নির্বাচনের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, এমন প্রচেষ্টা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামবে এনসিপি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে উঠেছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি গণতন্ত্রের জন্য ‘অশনিসংকেত’ হিসেবে উল্লেখ করেন। পুরোনো রাজনৈতিক সেটেলমেন্টের পথে আবারও অগ্রসর হলে তা রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তিনি এনএসআই প্রধানের একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে বৈঠক করার ঘটনাও সমালোচনা করেন। ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির মুখপাত্র বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ও সরকার এখনো গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। এ কারণে নির্বাচন কমিশনের ওপর এনসিপির পূর্ণ আস্থা নেই এবং আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। বড় দলের পক্ষে রিটার্নিং কর্মকর্তারা কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।

আপিল পর্যায়েও যদি নিরপেক্ষতা নিশ্চিত না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া তিনি বলেন, জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশ নিতে না পারে—সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement