জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা এখনো চলমান রয়েছে। মঙ্গলবার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় গণনা বন্ধ থাকার পর বুধবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত মোট ৬টি কেন্দ্র বা বিভাগের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএসসহ শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এখন পর্যন্ত ঘোষিত ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই ভিপি পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব।
প্রাপ্ত ফল অনুযায়ী, ছয় কেন্দ্রের ভোট গণনায় ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৫৮৫ ভোট, আর এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট। ফলে এ পদে শিবির সমর্থিত প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
জিএস পদেও এগিয়ে আছেন শিবির প্যানেলের প্রার্থী। ছয় কেন্দ্রের ফলাফলে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫৭৭ ভোট। একই প্যানেলের মাসুদ রানা এজিএস পদে ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এজিএস পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৪৮ ভোট।
শীর্ষ তিন পদ ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক এবং সংস্কৃতি সম্পাদক—এই দুটি গুরুত্বপূর্ণ পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। পাশাপাশি নির্বাহী সদস্য পদের কয়েকটিতেও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা তুলনামূলক ভালো অবস্থানে আছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় যান্ত্রিক সমস্যার কারণে ভোট গণনা দীর্ঘ সময়ের জন্য স্থগিত করা হয়। পরে ম্যানুয়াল ও মেশিন—দুই পদ্ধতিতেই পুনরায় গণনা শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হয়নি। দিবাগত রাত পৌনে ১টার দিকে আবার গণনা কার্যক্রম শুরু হয়।
মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬টির ফল ঘোষণা করা হয়েছে। বাকি ৩৩টি কেন্দ্রের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। যেসব বিভাগের ফল ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২১টি পদে ১৫৭ জন প্রার্থী এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন।
এই নির্বাচনে চারটি প্রধান প্যানেল অংশ নিয়েছে। এগুলো হলো—ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।


































