নতুন যুগে ব্যাটাররা সতর্ক হও, পিএসএল ১১-তে আসছেন ফিজ

নতুন যুগে ব্যাটাররা সতর্ক হও, পিএসএল ১১-তে আসছেন ফিজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৪, ৬ জানুয়ারি ২০২৬

আইপিএল থেকে হঠাৎ ছিটকে পড়ার পর আবারও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নতুন সুযোগের সামনে দাঁড়ালেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

আসন্ন পিএসএলের নতুন মৌসুমের জন্য মুস্তাফিজের নিবন্ধন সম্পন্ন হয়েছে—এ তথ্য নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ব্যানারে তাকে স্বাগত জানিয়ে পিএসএল আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করে।

পিএসএলের সেই পোস্টে লেখা হয়, ‘নতুন যুগে ব্যাটাররা সাবধান, পিএসএল ১১-তে আসছেন ফিজ।’ এর মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে ১৫টি টেস্ট, ১১৬টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি খেলা এই অভিজ্ঞ পেসারের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আরেকটি অধ্যায়ের সূচনা হলো। তবে তিনি পিএসএলের কোন দলে খেলবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই ঘোষণা আসে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার মাত্র দুই দিন পর। বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশনার ভিত্তিতে আসন্ন আইপিএল মৌসুমের আগে মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কেকেআর আরও জানায়, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ীই তারা এই পদক্ষেপ নিয়েছে।

মুস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তীব্র প্রতিক্রিয়া জানায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি সিদ্ধান্ত নেয়, ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে জাতীয় দল ভারত সফরে যাবে না। একই সঙ্গে মুস্তাফিজের আকস্মিক আইপিএল ছাড়ার পেছনের কারণ নিয়ে ব্যাখ্যা চায় বোর্ড।

এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রকৃত কারণ জানতে বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। এর আগে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার ঘোষণাও দেয়, যা পুরো বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement