বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপকা
Published : ২১:৩৭, ৬ জানুয়ারি ২০২৬
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পরিবর্তিত পরিস্থিতি এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনা, পাশাপাশি ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে রিধিমার বিপিএল যাত্রা হঠাৎ সমাপ্ত হলো।
এই বিপিএলে ধারাভাষ্য এবং উপস্থাপনা দুই ক্ষেত্রেই বিসিবি নতুন মাত্রা যোগ করেছিল। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক।
আর ধারাভাষ্যকার হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রাক্তন পিসিবি প্রধান রমিজ রাজা, ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা।
তবে বাংলাদেশ-ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাবেই রিধিমার বিপিএল যাত্রা শেষ হলো। এর আগে, গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।
মোস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয়। এরপর নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে অক্ষমতা প্রকাশ করে আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র স্থানান্তরের দাবি তোলা হয়।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে, শনিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে দেশের ক্রিকেট দর্শকরা আইপিএলের সরাসরি সম্প্রচার দেখতে অক্ষম হন এবং বিপিএলের ভারতীয় অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি সংযোগও বাধাপ্রাপ্ত হয়।
বিডি/এএন

































