ঢাকা-১৭ আসন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ঢাকা-১৭ আসন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৩, ৬ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কার্যালয়ে বেলা ১১টায় এই মতবিনিময় সভা শুরু হয় এবং দুপুর ১টা পর্যন্ত চলে। সভাকালে তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের সাংগঠনিক ও নির্বাচনী বিভিন্ন সমস্যা শোনেন এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের জানান, এটি নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক বৈঠকেরই একটি অংশ। তিনি বলেন, সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের উদ্দেশে সাংগঠনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি নির্বাচনী এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো সমাধানের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ঢাকা-১৭ আসনের থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement