অস্মরণীয় আনুগত্যের প্রতীক ‘হাচিকো’ 

অস্মরণীয় আনুগত্যের প্রতীক ‘হাচিকো’ 

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১২, ৩০ মার্চ ২০২৫

হাচিকো (Hachikō); একটি জাপানি কুকুর। এই কুকুর হলো জাপানের সবচেয়ে বিখ্যাত ও বিশ্বব্যাপী পরিচিত আনুগত্যের প্রতীক।  ১৯২০-এর দশকে জাপানের টোকিও শহরে এই কুকুরটির জীবনে ঘটেছিল অবিস্মরণীয় ঘটনা।  

চলুন, জেনে নেওয়া যাকে, কুকুরটির পরিচয়।

১৯২৩ সালের ১০ নভেম্বর জাপানের আকিতা প্রদেশে জন্ম নেয় হাচিকো নামের আকিতা ইনু জাতের কুকুরটি। ১৯২৪ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাইডেসাবুরো উএনো ওই হাচিকোকে দত্তক নেন। উএনোর সঙ্গে হাচিকোর ছিল গভীর সম্পর্ক।  

প্রতিদিন উএনো  যখন কাজে বের হতেন, হাচিকো তাকে টোকিওর শিবুয়া স্টেশন  পর্যন্ত পৌঁছে দিতো।  আর বিকেলে ট্রেন থেকে নামার সময় অপেক্ষা করতো। এভাবেই কাটছিল তাদের দিন।  কিন্তু ১৯২৫ সালের ২১ মে, মাত্র এক বছরের মধ্যে, উএনো স্ট্রোক করে মারা যান।  আর কখনোই স্টেশনে ফিরে আসেননি।  

যদিও উএনো আর কখনো ফিরে আসেননি, তবু হাচিকো প্রতিদিন ঠিক সময়মতো শিবুয়া স্টেশনে যেতো। আর মনিবের অপেক্ষায় বসে থাকতো। এটি চলতে থাকে দীর্ঘ নয় বছর, নয় মাস, পনেরো দিন!  

এই ঘটনা স্থানীয়দের নজরে আসে। তারা হাচিকোর প্রতি মায়া দেখায়। তাকে খাবার দেওয়া শুরু করে। এরপর ১৯৩২ সালে এক সাংবাদিক হাচিকোর কাহিনি পত্রিকায় প্রকাশ করলে পুরো জাপান স্তম্ভিত হয়। ধীরে ধীরে হাচিকো দেশজুড়ে আনুগত্যের প্রতীক হয়ে ওঠে।  

১৯৩৫ সালের ৮ মার্চ, হাচিকো স্টেশনের কাছেই মারা যায়। এরপর তার দেহ সংরক্ষণ করে রাখা হয়। তার কঙ্কালকে টোকিওর ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়।  

হাচিকোর প্রতি সম্মান জানিয়ে ১৯৩৪ সালে শিবুয়া স্টেশনের সামনে তার একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়। যা আজও পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ।  সূত্র: ইন্টারনেট
 

এনই

শেয়ার করুনঃ
Advertisement