১৭ বছরের ট্রেন্ড আর আগের কোনো রাজনীতি চলবে না: এ্যানি

১৭ বছরের ট্রেন্ড আর আগের কোনো রাজনীতি চলবে না: এ্যানি

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি

Published : ২০:৩৭, ২২ আগস্ট ২০২৫

গত ১৭ বছরের ট্রেন্ডসহ আগের কোনো রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দেবেন।’

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে। এটা বিএনপি নেতাকর্মীদের জন্য চ্যালেঞ্জ, একইসঙ্গে অঙ্গীকার ও প্রত্যয়। রাজনীতি করতে হবে সেবার জন্য, সম্মানের জন্য-ইনকামের জন্য নয়।’ 

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, ‘কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে- এ ভাবনা থেকে সরে আসতে হবে। কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগোচ্ছি।’

এ্যানি আরও বলেন, ‘আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভোলা যাবে না। ৫ তারিখের পরে তারেক রহমান জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার আপসহীন স্টাইল বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছেন, সেটি সফল করতে হবে।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন ও পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী পটু। 

শেয়ার করুনঃ
Advertisement