স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করান স্বামী!

Published : ১৬:৫০, ২২ আগস্ট ২০২৫
গঠন এবং রূপ নোরা ফাতেহির মতো করতে স্ত্রীকে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা জোর করে ব্যায়াম করান স্বামী। বিশেষ কিছু খেতে দেন না! যৌতুকের জন্যও চলে দিনরাত নির্যাতন। এমনই অভিযোগ ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি ভারতের একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করেছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল। তিনি গাজিয়াবাদের একটি সরকারি স্কুলের শারীর শিক্ষার শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে বিয়ে হয় তার।
অভিযোগ, স্ত্রীকে যাতে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো দেখতে লাগে সেজন্য প্রতি দিন তাকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করেন শিবম। স্ত্রী রাজি না হলে তাকে অভুক্ত রাখতেন দিনের পর দিন। যৌতুক চাইতেন। কথায় কথায় কটূক্তি করে বলতেন, তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে অভিনেত্রীর মতো সুন্দর।
অন্যদিকে শিবমের স্ত্রীর অভিযোগ, তার স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত। নিয়মিত পর্ন ছবি এবং ভিডিও দেখেন। তিনি আপত্তি করলেই নাকি নির্যাতন করেন।
গাজা শহরে দখলে সেপ্টেম্বরে ইসরাইলের নতুন স্থল অভিযানগাজা শহরে দখলে সেপ্টেম্বরে ইসরাইলের নতুন স্থল অভিযান
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ৬ মার্চ বিয়ে হয় শানু আর শিবমের। বিয়েতে শানুর পরিবারকে প্রায় ৭৬ লাখ রুপির যৌতুক দিতে হয়েছে। যার মধ্যে গয়নাই ছিল ১৬ লাখ রুপির। এ ছাড়া, শিবমকে ২৪ লাখ টাকার একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি উপহার দিয়েছে শানুর পরিবার। এ ছাড়া, নগদ আরও ১০ লাখ টাকা খরচ হয়েছে। শানু ভেবেছিল জীবনের নতুন অধ্যায় বেশ সুখেই কাটবে তার। কিন্তু বিয়ের পরপরই ভুল ভাঙে।