হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়ালপ্যাড, গুগলের নতুন চমক

Published : ১৭:৩০, ২২ আগস্ট ২০২৫
প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবর! গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে নিয়ে এসেছে এক বড় পরিবর্তন। সর্বাধুনিক ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস। দীর্ঘ পরীক্ষামূলক চালনার পর অবশেষে ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য।
নতুন হোম পেজ বিন্যাস
আগে ফেভারিটস ও রিসেন্টস ছিল আলাদা পৃষ্ঠায়। এবার দুটোকেই একত্র করা হয়েছে নতুন হোম পেজে।
ওপরে থাকবে স্টার চিহ্নিত গুরুত্বপূর্ণ কন্টাক্ট—স্লাইডার আকারে।
নিচে থাকবে কল হিস্ট্রি, যা এখন আলাদা কার্ডে প্রদর্শিত হবে।
ফলে প্রিয় যোগাযোগ ও কল তালিকা একসাথে পাওয়ায় ব্যবহারকারীরা আরও দ্রুত নম্বরে পৌঁছাতে পারবেন।
কীপ্যাডে বড় পরিবর্তন
ফ্লোটিং কল বাটনের জায়গায় সরাসরি মাঝপৃষ্ঠায় কীপ্যাড।
নম্বর লেখার প্যানেল আরও গোলাকার ও আধুনিক।
ভয়েস মেইল অংশেও এসেছে নতুনত্ব।
কন্টাক্ট খোঁজা আরও সহজ
আগে কন্টাক্টের জন্য আলাদা ট্যাব থাকলেও এখন এসেছে ড্রয়ার মেনুতে। এখান থেকেই পাওয়া যাবে—
সেটিংস, কল হিস্টরি মুছার অপশন, হেল্প, ফিডব্যাক ও কন্টাক্ট লিস্ট।
ইনকামিং কলে নতুন ফিচার
ফোন আসলে কল রিসিভ বা কেটে দেওয়ার জন্য এখন রয়েছে দুই উপায়—
১. আড়াআড়ি সোয়াইপ
২. এক ট্যাপেই গ্রহণ বা বাতিল
এতে পকেটে ফোন থাকাকালীন ভুল করে কল কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
কল চলাকালীন অভিজ্ঞতা
কল কেটে দেওয়া, মিউট ও স্পিকার বাটন এখন পিল শেপে।
যেকোনো বাটনে চাপলে তা গোলাকার আয়তক্ষেত্রে রূপ নেবে।
কল শেষ করার বাটন এখন আরও বড় ও চোখে পড়ার মতো।
একীভূত নকশা পুরো গুগল ইকোসিস্টেমে
এই ডিজাইন শুধু ফোন অ্যাপেই নয়, ইতিমধ্যে গুগল কন্টাক্টস ও মেসেজেস অ্যাপেও চালু হয়েছে।
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
অনেকে এক ট্যাপ কল রিসিভ ফিচারকে প্রশংসা করেছেন।
তবে কন্টাক্টস অপশন ট্যাব থেকে সরিয়ে ড্রয়ারে আনা কিছুটা অসুবিধাজনক মনে করছেন অনেকেই।
হালকা থিমের চাহিদা থাকলেও গুগল এখনো ডার্ক মোডকেই ডিফল্ট রেখেছে।
গুগল ফোন অ্যাপের এই পরিবর্তন কেবল নকশার নয়; বরং ব্যবহারযোগ্যতা, গতি ও সুবিধার এক নতুন যুগের সূচনা। যারা এখনো পাননি, তারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ভার্সন ১৮৬ আপডেট করে নতুন অভিজ্ঞতা নিতে পারবেন।