আশিক চৌধুরী হলেন পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা

আশিক চৌধুরী হলেন পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা সংগৃহীত ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৮, ২২ আগস্ট ২০২৫

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি ঘোষণা করা হয়েছে, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এখন নিজের মূল দায়িত্বের পাশাপাশি পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপণটি মঙ্গলবার (১৯ আগস্ট) জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, এই আদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং জনস্বার্থে তা অবিলম্বে কার্যকর হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement