ডাকসু ভিপি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ২০ জনের প্রাথমিক শিক্ষা মাদ্রাসায়

ডাকসু ভিপি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ২০ জনের প্রাথমিক শিক্ষা মাদ্রাসায়

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৯, ২৩ আগস্ট ২০২৫

দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘড়ি বেজেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যেই বিভিন্ন সংগঠন ও প্যানেল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রাথমিকভাবে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকা অনুযায়ী, এবার কেন্দ্রীয় সংসদে ৪৬২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে সর্বাধিক ৪৮ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

তথ্য অনুসন্ধান অনুযায়ী, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রায় ২০ জন শিক্ষার্থী তাদের প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় সম্পন্ন করেছেন। শুধুমাত্র ভিপি পদ নয়, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক প্রার্থী মাদ্রাসা শিক্ষার পটভূমি থেকে আসছেন। বিশ্লেষকদের মতে, ডাকসুর ইতিহাসে এত সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থী এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, যা ছাত্ররাজনীতির প্রচলিত ধারায় এক নতুন বাস্তবতার ইঙ্গিত বহন করছে।

ভিপি পদে মাদ্রাসা শিক্ষার পটভূমি থেকে আসা আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’-এর প্রার্থী জামালুদ্দীন খালিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আবদুল ওয়াহেদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত।

এই প্রার্থীদের মধ্যে আবিদুল ইসলাম খান ও আবু সাদিক কায়েমকে ঘিরে ইতোমধ্যেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। শিক্ষার্থীদের মতে, জুলাই মাসের গণঅভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকা জনপ্রিয়তা বাড়িয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জামালুদ্দীন খালিদও ছাত্রসমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

মাদ্রাসা শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে কয়েকজন প্রার্থী জানান, অতীতে তাদের পরিচয়কে কেন্দ্র করে নানা ধরনের বৈষম্য ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আবু সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পর পরিচয়ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে, এখন ডাকসু সব শিক্ষার্থীর প্ল্যাটফর্ম।” আব্দুল কাদের বলেন, “এক সময় মাদ্রাসা শিক্ষার্থীরা বাড়তি নির্যাতনের শিকার হতেন, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে।” ইসলামী ছাত্র আন্দোলনের ইয়াসিন আরাফাত মনে করেন, এই অংশগ্রহণ ভবিষ্যতের শিক্ষার্থীদের নেতৃত্ব কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। অপরদিকে ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা মনে করেন, মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ নতুন নয়; পার্থক্য হলো, আগে ভয়ে তারা নিজের পরিচয় প্রকাশ করতেন না, এখন খোলাখুলিভাবে করছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর এবং সেইদিনই ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো হলে বাইরে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭১ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement