ঢাকা বিশ্ববিদ্যালয়: ডাকসু নির্বাচনের মনোনয়ন জমা শেষ, আচরণবিধি জারি

Published : ০০:৩৭, ২২ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে।
গতকাল বুধবার শেষ দিন পর্যন্ত ডাকসুর ২৮টি পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।
বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যে তাদের প্রচারণা শুরু করেছেন। তবে বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু কার্যক্রমকে স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এতে উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থী বা পক্ষ আজ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্বতঃপ্রণোদিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো সেবামূলক কাজে অংশ নিতে পারবে না। এছাড়া তারা কোনো উপঢৌকন বিতরণ, আপ্যায়ন আয়োজন বা অর্থ সহযোগিতার কার্যক্রমেও যুক্ত হতে পারবেন না।
প্রায় ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে অন্তত ৯টি প্যানেল অংশ নিচ্ছে, যার মধ্যে রাজনৈতিক প্যানেল ৭টি এবং স্বতন্ত্র ২টি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
BD/AN