প্রজেকশন মিটিংয়ে সরব নারী শিক্ষার্থীরা, প্রশ্ন-আলোচনায় প্রাণবন্ত পরিবেশ

Published : ২৩:২৮, ৭ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ সফলভাবে তাদের প্রজেকশন মিটিং সম্পন্ন করেছে। এসব আয়োজনে আবাসিক নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত।
মিটিং চলাকালে শিক্ষার্থীরা নিজেদের নানা দাবি, সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। প্যানেলের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব চাহিদা পূরণের উদ্যোগ নেবেন। নারী শিক্ষার্থীদের কাছ থেকে লিখিতভাবে তাদের দাবি ও প্রস্তাব সংগ্রহও করা হয়, যাতে সেগুলোকে বাস্তবায়নের পথে নেওয়া যায়।
ডাকসু নির্বাচন কেন এত তাৎপর্যপূর্ণ?
এসব প্রজেকশন মিটিংয়ে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আহ্বান জানান—তারা যেন খোলামেলা ও নির্দ্বিধায় নিজেদের মতামত তুলে ধরেন। শিক্ষার্থীরাও সেই আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের স্নাতক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান,
“ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইশতেহার দেখেই আমি তাদের মিটিংয়ে যোগ দিই। তারা কীভাবে নারী শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে ক্যাম্পাসকে বদলে দিতে চান, সেটি শুনেছি। তাদের ভঙ্গি ও পরিকল্পনা দেখে মনে হচ্ছে, ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন,
“আমরা শুরু থেকেই চেষ্টা করেছি আমাদের প্যানেলকে ইনক্লুসিভ করতে। নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তাদের প্রত্যাশা জানছি। নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা বোনদের জন্য নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলব।”
জিএস প্রার্থী এস এম ফরহাদ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন,
“শুরু থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। যতই অপপ্রচার হোক, আমাদের বোনদের সমর্থন আমরা নিশ্চিতভাবেই পাচ্ছি। তাদের প্রশ্ন, উদ্বেগ ও সরাসরি অংশগ্রহণ আমাদের আরো শক্তি দিয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের বোনরাই আমাদেরকে সঠিক পথে নেতৃত্ব দেবেন।”
রোববার (৭ সেপ্টেম্বর) রোকেয়া হলে সর্বশেষ প্রজেকশন মিটিংয়ের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ হয়। এর আগে ২ সেপ্টেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ৩ সেপ্টেম্বর শামসুন্নাহার হল, ৪ সেপ্টেম্বর কুয়েত-মৈত্রী হল এবং ৫ সেপ্টেম্বর কবি সুফিয়া কামাল হলে পৃথক প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়। প্রতিটি আয়োজন সংশ্লিষ্ট হলের অডিটোরিয়ামে জমজমাট পরিবেশে সম্পন্ন হয়।
BD/AN