কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৭) লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে তার লাশ ভেসে ওঠে। কক্সবাজার সমুদ্রসৈকতে দায়িত্বপ্রাপ্ত সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহনাফের পুরো নাম জুহায়ের আয়মান। তার পিতার নাম মো. শরিফুল ইসলাম। পরিবার বগুড়া জেলার বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাটনারপাড়া এলাকায় বসবাস করে।
ঘটনা সূত্রে জানা গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আহনাফ বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতে গোসলে নামেন। একসময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলে তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে আহনাফ নিখোঁজ ছিলেন।
রাতভর ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান মেলেনি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য সাংবাদিকদের জানান, সোমবার সকালেই সৈকতের সমিতিপাড়া পয়েন্ট থেকে আহনাফের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।