জাতীয় নারী ফুটবল তারকা এবার ছাত্রদল প্যানেলে রাবিতে

জাতীয় নারী ফুটবল তারকা এবার ছাত্রদল প্যানেলে রাবিতে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৮, ৭ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রদল মনোনীত প্যানেল থেকে। তিনি ক্রীড়া সম্পাদক পদে লড়বেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।

নার্গিস রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলছেন। ক্যাম্পে কঠোর শৃঙ্খলার মধ্যে থেকে প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে। সপ্তাহে মাত্র একদিন মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলেও তিনি নিয়ম-কানুন মেনে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন ফুটবলে।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাশাপাশি অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬, অনূর্ধ্ব–১৭ ও অনূর্ধ্ব–১৯ দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন নার্গিস। এছাড়া বসুন্ধরা কিংস নারী দলের হয়েও মাঠ কাঁপিয়েছেন তিনি।

প্যানেলে সুযোগ পাওয়ার বিষয়ে নার্গিস বলেন, “ছাত্রদল আমাকে তাদের দলে যুক্ত করেছে। এজন্য আমি কৃতজ্ঞ। ছাত্রদল নারীদের সম্মান করে এবং খেলাধুলাকে উৎসাহিত করে। তাদের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে।”

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। পড়াশোনার পাশাপাশি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনলেও তাদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি করা হয় না। “অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আনতে পারতেন, যদি পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেতেন। অনেক মেয়েও খেলতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছে না।”

ভোটে নির্বাচিত হলে করণীয় প্রসঙ্গে নার্গিস বলেন, “শুধু বিশ্ববিদ্যালয় পর্যায় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রাবিকে প্রতিনিধিত্ব করাতে চাই। মেয়েদের জিমনেসিয়াম মাঠ পুনরায় চালু করা, প্রতিটি হল ও বিভাগে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা, আন্তঃবিভাগ ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং খেলোয়াড়রা যাতে তাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত না হয় সেদিকে গুরুত্ব দিতে চাই।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement