বিড়ালের প্রতি টান দেখালেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান

Published : ০১:২৭, ৮ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও তার প্রিয় বিড়ালের সঙ্গে ছবি প্রকাশ করেছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া ওই ছবিতে দেখা যায়, কম্পিউটারে কাজের ফাঁকে তিনি বিড়ালকে আদর করছেন। পোস্ট করার পরই মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায়। দলীয় নেতাকর্মীরাও সামাজিকমাধ্যমে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বিশেষজ্ঞদের মতে, ‘বিড়ালপ্রীতি’ একজন নেতার কোমলতা ও মানবিক দিককে তুলে ধরে। বাংলায় প্রচলিত আছে ‘বিড়ালের মতো চলাফেরা’, যা গোপনীয়তা বা কৌশলকে বোঝায়। তাই অনেকেই মনে করছেন, তারেক রহমানের এই বিড়ালের ছবি হয়তো রাজনৈতিক কোনো কৌশলগত বার্তার অংশ। কী বার্তা তিনি দিতে চাইছেন, সেটিই এখন নেটিজেনদের আলোচনার বিষয়।
অবশ্য রাজনীতিবিদদের প্রাণীপ্রেম নতুন কিছু নয়। বিশ্বজুড়ে বহু প্রভাবশালী নেতা-কর্মীকে বিড়াল বা কুকুরের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে। যেমন—সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিংবা কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, এ ধরনের ছবি সফট পাওয়ার পলিটিক্সেরই একটি প্রতীক।