জর্জিয়ায় হুন্দাই কারখানার আটকদের দেশে ফেরানোর উদ্যোগ গ্রহণ

জর্জিয়ায় হুন্দাই কারখানার আটকদের দেশে ফেরানোর উদ্যোগ গ্রহণ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাইয়ের কারখানা থেকে আটক হওয়া দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মুক্তির জন্য সিউল ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক জানিয়েছেন, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে আটকদের দেশে ফিরিয়ে আনার জন্য চার্টার্ড বিমান পাঠানো হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ভিসাব্যবস্থার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার হুন্দাইয়ের জর্জিয়া কারখানায় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযান চালানো হয়। অভিযানে ৪৭৫ জন শ্রমিককে আটক করা হয়, যার মধ্যে ৩০০ জনের বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। যুক্তরাষ্ট্রের দাবি, তারা বৈধ কাগজপত্র ছাড়া ওই কারখানায় কাজ করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট সামাজিকমাধ্যমে ঘোষণা করেছেন, “আমাদের দেশে বিনিয়োগকারী সব বিদেশী কোম্পানিকে অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

ওয়াশিংটনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্ত কর্মকর্তা স্টিভ শ্রাঙ্ক বলেন, এই অভিযান স্পষ্ট বার্তা দিচ্ছে যারা ভিসাব্যবস্থা ও শ্রমবাজারের অপব্যবহার করে তাদেরকে জবাবদিহি করতে হবে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আসবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা দুই দেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

সূত্র: বিবিসির

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement