স্থগিতের রিটেও থেমে নেই জাবির উৎসবমুখর ক্যাম্পাস

স্থগিতের রিটেও থেমে নেই জাবির উৎসবমুখর ক্যাম্পাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১০, ৮ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল হয়।

এর আগে জাকসু নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এ কে এম রাশিদুল আলম জানান, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তার ভাষায়, যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে দেশপ্রেমিক সেনা সদস্যদের সহযোগিতা অপরিহার্য।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement