মাত্র ২০ সেকেন্ডে শেষ ইকবালের জীবনের গল্প

মাত্র ২০ সেকেন্ডে শেষ ইকবালের জীবনের গল্প ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ইতোমধ্যেই হত্যার সিসিটিভি ফুটেজ জব্দ করেছে। ফুটেজে দেখা যায়, রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় ইকবালের মাথায় ধারাবাহিকভাবে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। মাত্র ২০ সেকেন্ডেরও কম সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

শনিবার গভীর রাতে হত্যার পর অভিযুক্ত রাকিবুল ইসলাম রতন (২৬) পালিয়ে যায়। পরদিন রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, পেট্রোল পাম্প থেকে তেল চুরির মিথ্যা অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছিল। এর প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটায়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, রতন হাতুড়ি দিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে। হত্যার পর সে বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরে গিয়ে আত্মগোপন করেছিল।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement