রংপুরে অগ্নিকান্ডে তুলা কারখানা পুড়ে ছাই

রংপুরে অগ্নিকান্ডে তুলা কারখানা পুড়ে ছাই ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে বজ্রপাতে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডে একটি তুলা কারখানা পুড়ে ছাই হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার বিকালের দিকে রংপুর নগরীর সাতমাথা এলাকার চায়না হলের পাশে মায়িশা তুলা কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,বিকাল সোয়া তিনটার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে তুলার কারখানাটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। আমজাদ হোসেন নামে এক ব্যক্তি বলেন, বজ্রপাতে হঠাৎ বিকট শব্দ হয়।

সঙ্গে সঙ্গে তুলা কারখানাটিতে আগুন লেগে যায়। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ‎ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ‎অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের প্রকোপ বাড়ার কারণে পার্শ্ববর্তী হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের আরও একটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও কারণ জানা যাবে।  রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার বলেন, তিনটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement