জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিপুল সমর্থন

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিপুল সমর্থন ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আনা প্রস্তাবটি বিপুল ভোটে গৃহীত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান জানানো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪২টি সদস্য রাষ্ট্র। তবে ইসরায়েল এ প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছে। খবর আল জাজিরার।

“নিউ ইয়র্ক ঘোষণা” শিরোনামে প্রস্তাবটিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর জোর দেওয়া হয়। প্রস্তাবে হামাসকে সমীকরণ থেকে বাদ দিয়ে দ্বি-রাষ্ট্র নীতি বাস্তবায়নের কথা উল্লেখ করা হয় এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ এইচ বলেন, “এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, আন্তর্জাতিক সম্প্রদায় স্পষ্টভাবে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পাশে দাঁড়িয়েছে।”

অন্যদিকে, জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত কড়া সমালোচনা করে বলেন, “এমন প্রস্তাব যেখানে সন্ত্রাসীদের নিন্দা না করে বরং পুরস্কৃত করা হয়, তা শুধু লজ্জাজনক নয়—বরং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement