লোকসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীন আর নেই

Published : ২৩:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫
লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন। খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থা আরও অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয়। গত বুধবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। সবশেষে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন এই বরেণ্য শিল্পী।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে তিনি পেশাদার গানের জগতে প্রবেশ করেন। এরপর শুরু হয় দীর্ঘ ৫৫ বছরের সুরের পথচলা। পারিবারিকভাবেই তার সংগীতের হাতেখড়ি বাবার প্রবল অনুরাগ, দাদির গানের প্রতিভা, আর বাবার চাকরির কারণে নানা জেলায় বেড়ে ওঠা তাকে গানের ভুবনে নিয়ে আসে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি হয়ে ওঠেন বাংলার লোকসংগীতের অমূল্য রত্ন।
BD/AN