স্বামীকে হাসপাতালে নিতে গিয়ে স্ত্রীর মৃত্যু

Published : ১৩:০৩, ১৩ আগস্ট ২০২৫
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী। জানা গেছে, আরিফ মোল্লার পিঠে টিউমার অপারেশনের জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে করে তারা বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন। পথে ডুমুরিয়ার নতুন রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে মোট চারজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন সামান্য আহত হলেও ময়না বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন, তাকে আটক করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, দুর্ঘটনাস্থলটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ এবং সড়কটি সরু হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
BD/AN