যুক্তরাষ্ট্রের ইঙ্গিত: ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে

যুক্তরাষ্ট্রের ইঙ্গিত: ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৭, ১৩ আগস্ট ২০২৫

রুশ তেল ক্রয় নিয়ে চলমান বিতর্কের মধ্যে ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য সমঝোতার আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আশা করছি যে আগামী অক্টোবরের মধ্যে ভারতের সঙ্গে আমরা একটি বাণিজ্য সমঝোতায় পৌঁছাতে পারব। এটা হয়তো কিছুটা উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা, তবে আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি।”

তিনি আরও জানান, শুধু ভারতের সঙ্গেই নয়, অক্টোবর শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি মিত্র দেশের সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে।

তবে রুশ তেল ক্রয়ে ভারতের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বেসেন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে কম দামে তেল কিনে আসছে। বর্তমানে দেশটি রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা।

এ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা আরও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত রুশ তেল কিনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় অর্থ যোগাচ্ছে। এর জবাবে ভারত জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে সরবরাহ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্কহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করে এবং পরে অতিরিক্ত ২৫ শতাংশ যোগ করে মোট ৫০ শতাংশে উন্নীত করেছে, যা ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। এই পদক্ষেপের কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন ভারতের রুশ তেল আমদানি অব্যাহত রাখাকে দায়ী করেছে।

যদিও দুই দেশের মধ্যে এই টানাপোড়েন চলছে, তবুও আসন্ন আলোচনায় সমঝোতার সম্ভাবনা দুই পক্ষের জন্যই ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement