অনলাইনে এখন মেট্রোরেলে কার্ড রিচার্জ  উদ্ধোধন করলেন মইনুদ্দিন

অনলাইনে এখন মেট্রোরেলে কার্ড রিচার্জ  উদ্ধোধন করলেন মইনুদ্দিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১২, ২৫ নভেম্বর ২০২৫

মেট্রোরেলের কার্ড অনলাইনে রিচার্জ করার সুবিধা চালু হয়েছে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন আজ (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এর উদ্বোধন করেন। 

এই নতুন ব্যবস্থার ফলে যাত্রীরা এখন থেকে ঘরে বসেই তাদের স্থায়ী র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জ করতে পারবেন। এর জন্য তাদের আর স্টেশনের কাউন্টারে বা ব্যাংকের বুথে লাইনে দাঁড়াতে হবে না। 
যেভাবে অনলাইনে কার্ড রিচার্জ করবেন:

নিবন্ধন ও লগইন: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) DTCA ওয়েবসাইট বা একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ (যা শীঘ্রই চালু হবে) এ নিবন্ধন করে লগইন করতে হবে।
কার্ড নির্বাচন: রিচার্জ অপশনে গিয়ে 'র‍্যাপিড পাস' নাকি 'এমআরটি পাস' রিচার্জ করা হবে তা নির্বাচন করতে হবে।

পেমেন্ট পদ্ধতি: ব্যাংক কার্ড (ক্রেডিট/ডেবিট), বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

ব্যালেন্স আপডেট: অনলাইনে টাকা রিচার্জ করার পর, স্টেশনে থাকা 'অ্যাড ভ্যালু মেশিন' (AVM)-এ কার্ডটি একবার ট্যাপ করে ব্যালেন্স আপডেট করে নিতে হবে। 
এই সুবিধাটি যাত্রীদের সময় বাঁচাবে এবং মেট্রোরেল ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement