‘সুগার ড্যাডি’ চক্র দমনে সুপ্রিম কোর্টের নোটিশ

‘সুগার ড্যাডি’ চক্র দমনে সুপ্রিম কোর্টের নোটিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৫, ২৫ নভেম্বর ২০২৫

সম্প্রতি দেশে ‘সুগার ড্যাডি’ নামে পরিচিত এক ধরনের সামাজিক ও অর্থনৈতিক অপরাধচক্র দ্রুত বিস্তার লাভ করছে, যা সামগ্রিকভাবে সমাজের জন্য গুরুতর হুমকিতে পরিণত হয়েছে।

এই চক্রে জড়িত প্রভাবশালী ও স্বচ্ছল ব্যক্তিরা অর্থলোভ দেখিয়ে বিশেষ করে আর্থিকভাবে দুর্বল তরুণীদের সঙ্গে বিবাহ বহির্ভূত ও অনৈতিক সম্পর্ক গড়ে তোলে।

শুধু তাই নয়, তাদের শারীরিক ও মানসিকভাবে শোষণ করার পাশাপাশি নানা উপায়ে ডিজিটাল নির্যাতনের শিকারও করা হচ্ছে।

এই পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শককে একটি আইনি নোটিশ প্রেরণ করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এই চক্রের ফলে বহু তরুণী ভয়াবহ মানসিক চাপ ও অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছে। তাদের কাছে অনিয়ন্ত্রিত উৎস থেকে বিলাসবহুল উপহার—নগদ অর্থ, দামি মোবাইলফোন, গাড়ি, বিদেশ ভ্রমণের ব্যয়সহ নানা সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, যা মূলত অবৈধ অর্থ প্রবাহের অংশ হিসেবে বিবেচিত।

নোটিশে আরও বলা হয়, এই চক্রের সদস্যরা অনেক তরুণীর অজান্তে বা চাপে ফেলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করছে এবং সেগুলো ব্ল্যাকমেইলিং বা জোরপূর্বক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করছে।

ফলে তরুণীরা ব্যক্তিগত, মানসিক ও সামাজিক নিরাপত্তাহীনতার গভীর সংকটে পড়ে যাচ্ছে। একই সঙ্গে এই কার্যক্রম পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অস্থিরতা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নেও উদ্বেগ তৈরি করছে।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, সাইবার ক্রাইম ইউনিট ও এনবিআরসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে অবিলম্বে একটি সমন্বিত জাতীয় টাস্কফোর্স গঠন করা জরুরি।

পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। নোটিশে আরও সতর্ক করে বলা হয়েছে যে সাত কার্যদিবসের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করা হবে।

এ ছাড়া সমাজের সব শ্রেণির মানুষের প্রতি এই চক্রের বিরুদ্ধে সচেতন থাকা এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement