১২ হাজার বছর পর দীর্ঘ নীরবতা ভেঙে জেগে উঠলো ইথিওপিয়ার আগ্নেয়গিরি

১২ হাজার বছর পর দীর্ঘ নীরবতা ভেঙে জেগে উঠলো ইথিওপিয়ার আগ্নেয়গিরি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৬, ২৫ নভেম্বর ২০২৫

ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি প্রায় বারো হাজার বছর পর প্রথমবারের মতো আবার সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) সকালেই আকস্মিকভাবে অগ্ন্যুৎপাত শুরু হয় বলে আল জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে।

আগ্নেয়গিরিটি আফার প্রদেশের এর্তা আলে পর্বতশ্রেণিতে অবস্থিত। অগ্ন্যুৎপাত শুরুর পরপরই পার্শ্ববর্তী আর্তা আলে ও আফদেরা শহর ঘন অন্ধকারে ঢেকে যায়। বিশাল আকারের ছাই-মেঘ দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বহু গ্রামের ওপর, ফলে এলাকা কার্যত ধোঁয়া ও ছাইয়ের চাদরে আচ্ছন্ন হয়ে পড়ে।

স্যাটেলাইট চিত্রেও লোহিত সাগরের কাছাকাছি অঞ্চলজুড়ে ধোঁয়ার উপস্থিতি ধরা পড়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া না গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে আগ্নেয়গিরির চারপাশের কয়েক মাইল এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পাশাপাশি দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় মানুষজনকে।

বিমান চলাচলেও পড়েছে প্রভাব। ছাই-মেঘে ঢেকে যাওয়া আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিমানসংস্থাগুলোকে। কাছের বিমানবন্দরগুলোতে কয়েকটি ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটেছে।

অঞ্চলটির বাসিন্দা আহমেদ আবদেলা জানান, অগ্ন্যুৎপাতের প্রথম ধাক্কাটি ছিল হঠাৎ নিক্ষেপ করা কোনো বোমার বিস্ফোরণের মতো। তিনি আরও বলেন, সোমবার বহু পর্যটক দানাকিল মরুভূমির উদ্দেশে যাত্রা করেছিলেন, কিন্তু অগ্ন্যুৎপাতের পর ছাইয়ে ঢেকে যাওয়া আফদেরা এলাকায় আটকা পড়ে যান তারা।

স্থানীয় প্রশাসক মোহাম্মদ সাঈদ জানান, এখন পর্যন্ত মানব বা গবাদিপশুর প্রাণহানির খবর নেই। তবে অগ্ন্যুৎপাতটি যেহেতু পশুপালননির্ভর স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই উদ্বেগ বাড়ছে। ছাইয়ে ঢেকে যাওয়ার কারণে অনেক গ্রামে পশুখাদ্যের ঘাটতি দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement