বিশ্ববাজারে আবারও সোনার দাম বেড়েছে

বিশ্ববাজারে আবারও সোনার দাম বেড়েছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪০, ২৫ নভেম্বর ২০২৫

মার্কিন ফেডারেল রিজার্ভ খুব শিগগির সুদের হার কমানোর দিকে অগ্রসর হতে পারে—বাজারে এমন জোরালো প্রত্যাশা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রোববার (২৪ নভেম্বর) এই উত্থানের ফলে বিশ্ববাজারে আবারও সোনার লেনদেন গতিশীল হয়ে ওঠে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও শূন্য দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে নির্ধারিত হয়।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক জানান, বিভিন্ন সূচকে এখন এমন প্রবণতা দেখা যাচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে—ফেড ডিসেম্বরেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও শুক্রবার মন্তব্য করেন যে, নিকট ভবিষ্যতে সুদের হার কমানোর সুযোগ আছে। তার মতে, এটি ফেডের কাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতি লক্ষ্যকে ব্যাহত করবে না; বরং শ্রমবাজারে সম্ভাব্য ধস ঠেকাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সিএমই ফেডওয়াচ টুলের সাম্প্রতিক তথ্যও একই দিক নির্দেশ করছে—সেপ্টেম্বরে সুদ কমানোর সম্ভাবনা এখন প্রায় ৭৯ শতাংশে দাঁড়িয়েছে।

বার্ট মেলেকের বিশ্লেষণ অনুযায়ী, নতুন অর্থনৈতিক সূচকগুলো হয়তো কিছুটা দুর্বল হতে পারে এবং মুদ্রাস্ফীতিও বড় ধরনের উর্ধ্বমুখী হবে না বলে ধারণা করা যাচ্ছে। এতে সোনার বাজার আরও চাঙ্গা থাকার সম্ভাবনা বাড়ছে।

অন্যদিকে স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল বলেন, ফেডের সুদ কমানো নিয়ে চলমান আলোচনা এবং বিশেষ করে ইউক্রেনকে ঘিরে ভূ-রাজনৈতিক পরিবর্তনের প্রভাব সোনার দাম বাড়ানোর দিকে ভূমিকা রাখছে। তবে তার ধারণা, স্বল্পমেয়াদে সোনার মূল্য চার হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামও উর্ধ্বমুখী। স্পট সিলভার আউন্সপ্রতি ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের বাজারেও উত্থান দেখা গেছে—২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দাম উঠেছে আউন্সপ্রতি ১ হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement