১২ বছর দখলেই মালিকানা? জানুন আইনের ব্যাখ্যা

১২ বছর দখলেই মালিকানা? জানুন আইনের ব্যাখ্যা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৪, ২৫ নভেম্বর ২০২৫

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুবি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছরের দীর্ঘ নিষ্ক্রিয়তা শেষে আবার সক্রিয় হয়ে উঠেছে।

রোববার কয়েক ঘণ্টা ধরে চলা অগ্ন্যুৎপাতের ফলে আকাশে গড়ে ওঠে বিশাল ধোঁয়া ও ছাইয়ের স্তম্ভ, যা প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে যায় এবং পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আকাশেও ছড়িয়ে পড়ে।

অগ্ন্যুৎপাতের পর ইথিওপিয়া থেকে উঠে আসা ছাইয়ের মেঘ ইয়েমেন ও ওমান অতিক্রম করে ভারতের উত্তরাংশ এবং পাকিস্তানের আকাশেও ভেসে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আকাশ জুড়ে সাদা ঘন ধোঁয়ার বিশাল পাকানো স্তম্ভ, যা দূর থেকে স্পষ্টভাবে নজরে আসে।

ইরিত্রিয়া সীমান্তের কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত হায়লি গুবি আগ্নেয়গিরি রিফট ভ্যালির ভেতরে পড়ে—যেখানে দুটি ভূতাত্ত্বিক প্লেটের সংযোগস্থল হওয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম তুলনামূলক বেশি দেখা যায়।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম এবং মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি গবেষক প্রফেসর সাইমন কার্ন জানিয়েছেন, হোলোসিন যুগে—অর্থাৎ গত ১২ হাজার বছরের মধ্যে—হায়লি গুবিতে এর আগে কোনো অগ্ন্যুৎপাতের প্রমাণ নেই। এই কারণেই সাম্প্রতিক অগ্ন্যুৎপাতটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে নজরকাড়া।

এ ধরনের শক্তিশালী অগ্ন্যুৎপাত থেকে উৎপন্ন ছাই ও ধোঁয়া বায়ুমণ্ডলে দীর্ঘসময় ভাসমান থাকে এবং দূরের আকাশেও দৃশ্যমান হয়। এর ফলে পরিবেশ, আবহাওয়া এবং জনজীবনে প্রভাব পড়তে পারে, বিশেষ করে বিমান চলাচল ও শ্বাস-প্রশ্বাসজনিত পরিস্থিতিতে।

আরও সংক্ষিপ্ত বা প্রতিবেদনী ঢঙে চাইলে জানাতে পারেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement