এবার ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার রদবদল

এবার ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার রদবদল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০০, ১৫ নভেম্বর ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে একযোগে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগেই, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।

সাম্প্রতিক এই পরিবর্তনের আওতায় ডিএমপির উত্তর বিভাগে কর্মরত মো. আখিউল ইসলামকে ওয়ারী বিভাগে স্থানান্তর করা হয়েছে।

একইভাবে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) মো. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে। ট্রাফিক-মতিঝিল বিভাগের পরিত্রান তালুকদারকে বদলি করা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে।

এ ছাড়া সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. বকুল হোসেনকে স্থানান্তর করা হয়েছে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে। ট্রাফিক-মিরপুর বিভাগের ইমরানুল ইসলামকে বদলি করে নেওয়া হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে। আর ট্রাফিক-অ্যাডমিন শাখার শারমিন আকতার চুমকিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে পিওএম-পশ্চিম বিভাগে।

ডিএমপির কাঠামো পুনর্বিন্যাস ও বিভিন্ন ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement