দুর্বৃত্তদের গুলিতে নিহত পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার দেহে মোট ১৮টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবিন ময়নাতদন্ত পরিচালনা করেন।
ময়নাতদন্তকারী চিকিৎসক নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হয়েই গোলাম কিবরিয়ার মৃত্যু হয়েছে। এদিকে মর্গের সামনে স্বজনদের কান্নায় পরিবেশ আরও ভারী হয়ে ওঠে।
পরিবারের সদস্যরা জানান, এই হত্যাকাণ্ডের পেছনে কারও সংশ্লিষ্টতাকে তারা উড়িয়ে দিচ্ছেন না। দলীয় বা দলের বাইরে—সকলকে সন্দেহের আওতায় রাখা হচ্ছে। এলাকাবাসীর কাছে তিনি জনপ্রিয় ছিলেন—এ বিষয়টিকেও পরিবার হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, পল্লবীর ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জনি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে থাকায় হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। দোষীদের ধরতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখযোগ্য, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি দোকানে ঢুকে দুর্বৃত্তরা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকে পালানোর সময় তারা ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককেও গুলি করে।

































