বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী—এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ জুলাই) জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সেনাপ্রধান অসুস্থতার খবরে ফোন করে শফিকুর রহমানের খোঁজখবর নেন এবং জানান, তার চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত। এ জন্য সেনাপ্রধানকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির। এর আগে দলটির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও কৃতজ্ঞতা জানান শফিকুর রহমান।
তিনি লেখেন, সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পরপরই ড. ইউনূস খোঁজ নেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠান। শফিকুর রহমান একাধিক ফেসবুক পোস্টে জানান, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। অসুস্থতার জন্য সমাবেশে বিঘ্ন সৃষ্টির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি এবং বলেন, এটি তার ইচ্ছাকৃত ছিল না। তিনি আরও লেখেন, অসুস্থতার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা খোঁজ নিয়েছেন ও দোয়া করেছেন।
এছাড়া ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলামসহ একাধিক দলের নেতারা সরাসরি যোগাযোগ করেছেন। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তিনি হাসপাতালে ভর্তি হন এবং রাতে বাসায় ফেরেন। তিনি তার পোস্টে দেশ-বিদেশের সকল সহানুভূতিশীল ব্যক্তি ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি বাকি জীবন মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দেন।