নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

TheBusinessDaily

Published : ১৫:৪৬, ২০ জুলাই ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের এখনো সময় আছে। তবে আমরা আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি। পুলিশকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাতে তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠুভাবে রক্ষা করতে পারে।

” গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঘটনাটি আমরা স্বীকার করছি। কিন্তু দোষী ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

” তিনি আরও জানান, “ঘটনার পর গোপালগঞ্জে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা মামলার প্রয়োজন আছে কিনা, সেই সিদ্ধান্ত নেবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবে এলাকায় এখনও ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

পরিস্থিতির উন্নয়ন অনুসারে সেটি তুলে নেয়া হবে।” স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

BD/S

শেয়ার করুনঃ
Advertisement