নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাপা মহাসচিবের ক্ষমা চাওয়ার ঘোষণা

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাপা মহাসচিবের ক্ষমা চাওয়ার ঘোষণা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪১, ৯ আগস্ট ২০২৫

জাতীয় পার্টির একাংশের মহাসচিব মুজিবুর রহমান চুন্নু বলেছেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণে কোনো বেআইনি কাজ করেনি দল। তবে নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকলে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০ম জাতীয় কাউন্সিলে মুজিবুর রহমান চুন্নু বলেন, গত চার বছর তিনি মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন এবং তার ভুলভ্রান্তি থাকতে পারে। তিনি আশা করেন দেশের মানুষ সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তিনি বলেন, রাজনীতিতে দলীয় সিদ্ধান্ত সবসময় সঠিক নাও হতে পারে। বিগত নির্বাচনে অনেক সময় তাদের দলকে বিভিন্ন কটূক্তি এবং সহযোগী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তার পরও দলীয়ভাবে বেআইনি কোনো কাজ করেনি।

চুন্নু আরও বলেন, “যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই।”

এই বক্তব্যে তিনি দলের নৈতিকতা বজায় রেখে রাজনৈতিক দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ
Advertisement