চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু গ্রেপ্তার

The Business Daily Desk

Published : ১৫:৫৫, ১০ আগস্ট ২০২৫

বনানী থানার চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত বনানী থানার চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

সকাল ১১টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তিনি ১১টা ৪০ মিনিটে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় আদালতে উপস্থিত হন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, সেনাসমর্থিত সরকারের সময় সাংবাদিক মোজাম্মেল বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং নগদ সাড়ে ৪ লাখ টাকা নেওয়া হয়। তিনি অভিযোগে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করেন এবং গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানান।

মামলার অভিযোগ অনুসারে, ২০০৭ সালের ১৭ মার্চ সেনাসমর্থিত সরকারের সময় বৈশাখী টিভির অফিসে চাঁদাবাজির ঘটনা ঘটে।

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গত ১৭ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

চলতি বছরের ১১ জানুয়ারি বনানী থানায় বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুনঃ
Advertisement