গাজীপুরের আলোচিত সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাতজন গ্রেপ্তার

Published : ১৬:৫০, ১০ আগস্ট ২০২৫
গাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদু-জ্জামান তুহিন হত্যা মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার রাতভর গাজীপুর, ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মূল আসামি কেটু মিজান রয়েছেন, যার বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে। তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপিও হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত বলে দাবি করা হচ্ছে। অন্য গ্রেপ্তারকৃতরা হলো আল আমিন, স্বাধীন ও ফয়সাল হাসান সাব্বির, যাদের সবার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়া শাহজালালের বিরুদ্ধে আটটি মামলা আছে। আরেক পলাতক আসামি আরমাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, এই হত্যাকাণ্ডে মোট আটজন জড়িত রয়েছে, যাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তুহিনকে হানিট্র্যাপে ফেলে ভিডিও ধারণ করার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটায় হত্যা করা হয়।
প্রসঙ্গত, মামলার চার্জশিট আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। কমিশনার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ব্যবহৃত হত্যায়স্ত্র, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে আসামিদের রিমান্ডের আবেদন করা হবে।
তুহিন হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুত ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ প্রশাসন।