৯ পুলিশ কর্মকর্তাকে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে

৯ পুলিশ কর্মকর্তাকে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে

The Business Daily Desk

Published : ১৫:০১, ১০ আগস্ট ২০২৫

সরকারি চাকরি আইনের ৪৫ ধারার প্রক্রিয়ায় ৯ জন সহকারী পুলিশ সুপারকে জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে ৯ জন সহকারী পুলিশ সুপারকে অবসর দেয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। তাদের অবসর প্রদানের সিদ্ধান্ত সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী নেয়া হয়েছে, যা অনুযায়ী সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকারের জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়া অবসর দেওয়া সম্ভব।

অবসরে পাঠানো ৯ পুলিশ কর্মকর্তা হলেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন, বরিশাল মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন ভূঁঞা, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক, এসএএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন, শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (র‍্যাবে বদলির আদেশাধীন) মো. মোশাররফ হোসেন

সরকারি সূত্র বলছে, জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার যাতে প্রশাসনের কার্যক্রম আরো শক্তিশালী ও স্বচ্ছ হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement