খাতা চ্যালেঞ্জে দাখিলে ফেল থেকে পাস ৯৯১, জিপিএ-৫ পেল ১৩৯ জন

Published : ১৪:৪৫, ১০ আগস্ট ২০২৫
মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণে ১ হাজার ৯১২ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ১৩৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এবং ৯৯১ জন ফেল থেকে পাস করেছেন।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, খাতা চ্যালেঞ্জ করা মোট ১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুনভাবে জিপিএ-৫ অর্জন করেছেন ১৩৯ জন। এছাড়া প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে খাতা চ্যালেঞ্জের মাধ্যমে পাস করেছেন ৯৯১ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের সূত্র জানিয়েছে, গত ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী আবেদন করেন। ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।