মুজিব সিনেমায় তিশার অভিনয় নিয়ে শাওনের সমালোচনা

মুজিব সিনেমায় তিশার অভিনয় নিয়ে শাওনের সমালোচনা

Business Daily Desk

Published : ১৬:০৭, ১০ আগস্ট ২০২৫

বর্তমানে পর্দায় তেমন সক্রিয় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বিভিন্ন বিষয়ে অবস্থান জানান জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শোবিজ অঙ্গন থেকে রাজনীতি—সব ক্ষেত্রেই তিনি স্পষ্ট মতামত প্রকাশ করেন। এবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুননেসা মুজিব চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে ঘিরে একটি সমালোচনামূলক পোস্ট দিয়েছেন তিনি।

রবিবার ১০ আগস্ট শাওন নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিশাকে সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা, চরিত্রের গুরুত্ব এবং বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায়। পাশাপাশি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার তোলা কিছু ছবিও ভিডিওতে অন্তর্ভুক্ত ছিল।

ভিডিওটি শেয়ার করে শাওন লেখেন, তিনি তিশাকে ছোটবেলা থেকেই চেনেন। শাওনের ছোট বোনের সঙ্গে তিশা একই ব্যাচে গান শিখেছেন এবং একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছেন। শাওন তার পোস্টে উল্লেখ করেন যে, দীর্ঘদিনের পরিচিত এই মানুষটিকে বর্তমান সময়ে ভিন্নভাবে দেখতে পাওয়া তার কাছে বিস্ময়কর লেগেছে।

শাওনের এই মন্তব্যকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করছেন। কেউ কেউ মনে করছেন, এটি শুধু শিল্পীসুলভ মূল্যায়ন নয়, বরং ব্যক্তিগত এবং রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। অন্যদিকে তিশার পক্ষ থেকে এই সমালোচনার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

এই ঘটনাটি শোবিজ মহল ছাড়াও রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নির্বাচনী রাজনীতি এবং শিল্পী সমাজের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

BD/Z

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement