মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ

The Business Daily Desk

Published : ২০:০৮, ১৭ আগস্ট ২০২৫

রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তেল বহনকারী একটি গাড়ি থেকে তেল নেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এসময় কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে, যা এলাকার মানুষকে আতঙ্কিত করেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত তেল নেওয়ার সময় হওয়ায় তা খুব দ্রুত সম্প্রসারিত হয়েছে। আশেপাশের স্থাপনা এবং যানবাহনে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে ঘটনাস্থল থেকে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসনও পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

 

 

বিস্তারিত আসছে...

শেয়ার করুনঃ
Advertisement