ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরায়েলের নতুন ফন্দি

ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরায়েলের নতুন ফন্দি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫৫, ১৭ আগস্ট ২০২৫

 

হামাস এই পরিকল্পনাকে 'স্পষ্ট প্রতারণা' হিসেবে অভিহিত করেছে এবং দাবি করেছে যে, এটি আসলে একটি 'নতুন গণহত্যা ও বাস্তুচ্যুতি'র অংশ। তারা আরও বলেছে, ইসরায়েলের এই পদক্ষেপ আসলে একটি নৃশংস সামরিক অভিযানকে আড়াল করার চেষ্টা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা সিটির উত্তরের অঞ্চলটি হামাসের 'শেষ দুর্গ' হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে নতুন সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেছেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরকে দক্ষিণে সরিয়ে নেওয়া হবে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করেছে যে, এই পদক্ষেপ গাজা অঞ্চলে মানবিক সংকটকে আরও তীব্র করতে পারে।

এদিকে, গাজা অঞ্চলে খাদ্যাভাব ও পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই অপুষ্টির কারণে। জাতিসংঘের মতে, গাজার ২.২ মিলিয়ন বাসিন্দার মধ্যে প্রায় সবাই মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছে।

এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement